কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই ফ্লাডি এক্সিবিশন ২০২৫’।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪:০০ টায় শহীদ দৌলত ময়দানে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এ এক্সিবিশনে দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ নানা সচেতনতামূলক বিষয় তুলে ধরা হবে। এতে সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেবে।
জেলা প্রশাসন জানিয়েছে, তরুণ প্রজন্মকে দুর্যোগ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন স্টল, পোস্টার প্রদর্শনী ও লাইভ ডেমোনস্ট্রেশনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজনও।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় নাগরিকদের এক্সিবিশনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.