কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ (২৩)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে ৭ জুলাই (রোববার) বিকেল ৪টার দিকে কক্সবাজারের হিমছড়ি সৈকতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নামলে তিনজন সাগরের প্রবল ঢেউয়ে নিখোঁজ হয়। গতকাল তাদের একজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হওয়া আসিফ আহমেদ নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থীদের একজন।
নিহত আসিফ আহমেদের বাড়ি বগুড়া জেলার দক্ষিণ বারুলী এলাকায়। তাঁর বাবার নাম মো. রকিবুল ইসলাম।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.