বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার পরিবেশনের অভিযোগে হান্ডি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, সুগন্ধা পয়েন্টের কাঁচা লংকা রেস্টুরেন্টকে ৪০ হাজার, ক্যাফে দরবার রেস্টুরেন্টকে ৩০ হাজার ও পাশাপাশি কলাতলী মেইন রোডের ক্যাফে জামান রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব রেস্টুরেন্টকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে স্থানীয় জনসাধারণ এবং পর্যটকদের জন্য স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.