আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কক্সবাজার সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুস সাকিব খান, পিপিএম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টা ১০ মিনিটে তিনি পূজামণ্ডপ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিমা নির্মাণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। প্রথমে কক্সবাজার পৌরসভাস্থ ইন্দ্রসেন বাড়ি পূজামণ্ডপ, পরে কৃষ্ণনন্দ ধাম পূজামণ্ডপ এবং স্বরস্বতি বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশ্বস্ত করেন যে, জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজার আনন্দে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আহমেদ পেয়ার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস খান, পিপিএম, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব শোভন কুমান সাহা প্রমুখ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.