কক্সবাজারের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।
সভায় পুলিশ সুপার জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুসারে থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যার সমাধান অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এসময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় নির্বাচিত কর্মকর্তাদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.