কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত রোহিঙ্গার নাম মো. আব্দুল্লাহ (২০), লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা। সেনা গোয়েন্দা সূত্রে জানা যায়, সে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা বহন করছিল। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করে।
পরে তাকে কক্সবাজারের ৯ ইবি আর্মি ক্যাম্পে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পেট থেকে ২ হাজার ৩৫০ পিস (৪৭ প্যাকেট) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরে একই পদ্ধতিতে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। সেনাবাহিনী দীর্ঘদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর এ অভিযানে তাদের একজনকে ধরতে সক্ষম হয়।
সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত গডফাদারদেরও আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.