ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পিটার ডি হাস কক্সবাজার সফর করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে স্পিডবোটে মহেশখালী যান। সেখানে তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট-হোপ হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় তারা হাসপাতাল চত্বরের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং এক্সিলারেট এলএনজি টার্মিনাল সম্পর্কিত কার্যক্রমও ঘুরে দেখেন। অনুষ্ঠানে হোপ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও একটি কর্মসূচিতে অংশ নেয়। তবে সেই কর্মসূচির বিস্তারিত জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর শেষে বুধবার বিকালেই তারা ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.