কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো টেকনাফের পুরাতন পল্লান পাড়ার মৃত সিরাজুল হকের ছেলে মো. আব্দুল করিম (২৭) ও একই এলাকার হাসেম আহমদের ছেলে মো. হারেস (১৬)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় অভিনব কায়দায় প্রাইভেটকারে মাদক পাচারের চেষ্টা করছিল তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতর থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র জানায়, এই মাদকচক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল।
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আটককৃতদের মাদকসহ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। “দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু ছোটখাটো পাচারকারী নয়, মাদক গডফাদারদের ধরতেও নিয়মিত অভিযান চালানো হবে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.