মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কক্সবাজার জেলায় ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশের তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীনের নেতৃত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
তথ্য অনুযায়ী, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে ১ হাজার ৪৭৯ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই শেষে ৮৯৩ জন শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ পরীক্ষার পর ৩৮৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫৪ জন উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে সর্বশেষ ২৯ জন পুরুষ ও ৩ জন নারী নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণদের অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জীবনের প্রথম সাফল্য পেয়ে তারা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
অনুষ্ঠানে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.