কক্সবাজারে গেলো এক বছরে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া ১ হাজার ৩২১ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুর ১২টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ৩৪ ব্যাটালিয়ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আকসারের নেতৃত্বে রামু সেক্টরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ২ কোটি পিস ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১ ক্যান বিয়ার, ২২ হাজার বোতল মদ, ২৫ কেজি হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, আফিম, কোকেনসহ নানা ধরনের মাদকদ্রব্য।
অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা ছাড়াও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.