কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির সময় উখিয়ার বালুখালীর যুবক, দুই সন্তানের জনক মাহমুদুল হক হত্যার ঘটনায় অবশেষে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
চকরিয়া থানা পুলিশের নিরবচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ অভিযানে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে পাহাড়ি গহীনে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এবং উপপরিদর্শক আরকানুল ইসলাম। অভিযানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল শনাক্তের পর সরাসরি সম্পৃক্ত তিন ডাকাতকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, একটি কালো মানিব্যাগ এবং একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। এসময় অভিযানে ওসি তৌহিদুল আনোয়ার আহত হয়েছেন বলেও জানা গেছে।
এদিকে সোমবার বিকেল ৫টার দিকে চকরিয়া থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে মহাসড়কে রশি টানিয়ে ডাকাতি ও খুনের ঘটনায় পুলিশের সফল অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও নবনিযুক্ত ওসি তৌহিদুল আনোয়ার সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, থানার আওতাধীন যেকোনো অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.