বিএনপি নেতাকর্মীদের ওপর দেশব্যাপী ষড়যন্ত্রমূলক হামলা ও ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই)বিকাল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জনাব এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। সমাবেশে প্রায় ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রহিম উদ্দিন সিকদারকে নির্মমভাবে হত্যা করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারেরও তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একটি অগণতান্ত্রিক চক্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। যুবদল রাজপথে থেকেই এই সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে বিকাল ৪টা ১২ মিনিটে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিকাল ৪টা ৩৭ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.