কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা প্রশাসন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ।
বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বর্তমানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উখিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ৫ আগস্ট মেয়রের অপসারণের পর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে নতুন টমটম লাইসেন্স ইস্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ এবং পৌরবাসীর একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পর তাঁকে অপসারণ করা হয়।
নতুন প্রশাসক হিসেবে নিজাম উদ্দিন আহমেদ শপথ নিয়েছেন পৌরসভার সুশাসন ও জনসেবা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.