কক্সবাজার লিংকরোড সংলগ্ন বনতলা স্টেশনের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুলাই ) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি দ্রুতগামী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুটি গাড়িই উচ্চ গতিতে চলছিল। রাস্তার মাঝামাঝি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের শব্দ শুনে আশপাশের স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেন।
রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.