কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে র্যাব-১৫ এর ডগ স্কোয়াড টিম বিশেষ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে র্যাব-১৫ এর একটি চৌকস টহল দল স্টেশনে প্রবেশ করে স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকাসমূহে নিবিড় তল্লাশি চালায়।
রেলস্টেশনে পর্যাপ্ত স্ক্যানিং ও নিরাপত্তা সরঞ্জামের অভাব থাকায় ডগ স্কোয়াডের সহায়তায় নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে র্যাব। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এ নজরদারি আরও জোরদার করা হয়।
উক্ত অভিযানে র্যাব-১৫ এর অধিনায়ক নিজে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এতে যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ও অপরাধ দমনে র্যাবের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
র্যাব-১৫ জানিয়েছে, এ ধরনের তল্লাশি ও অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে কক্সবাজার রেলওয়ে স্টেশন একটি নিরাপদ ও অপরাধমুক্ত যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.