
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট।
গতকাল ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। ফলে ফ্লাইটগুলো সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘কুয়াশার কারণে ঢাকার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। এছাড়া আমাদের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে। দুর্যোগের সময় ভূমিকা রাখতে পেরে আমরা খুশি।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.