উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণা অনুষ্ঠানে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চেয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।
শনিবার (২৩ আগস্ট ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন,“অনেক দিন ধরে দেশের মানুষ বিভিন্ন দলের শাসন দেখেছে। কিন্তু কুরআনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ইনশা আল্লাহ, দ্বীন কায়েম ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা ছৈয়দ আলম সিরাজী। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাস্টার সেলিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দলীয় কার্যক্রম সুসংগঠিত করতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.