রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার(১৯ জুলাই) রাত আনুমানিক ০২:৫০ মিনিটে ৮ এপিবিএনের জামতলী পুলিশ ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৫ এর ব্লক-জি/৮ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় দুইজন আসামিকে ২ হাজার পিস ইয়াবা ও ৩৪ হাজার ৫শ নগদ অর্থসহ আটক করা হলেও তাদের একজন, জুবায়ের (৩৯), পালানোর সময় আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন, ঈদগাঁও উপজেলার খোরশেদ আলমের পুত্র মহিউদ্দিন (৩০) ও ক্যাম্প ১৬ ব্লক- এ এর বাসিন্দা আব্দুল আমিনের পুত্র জুবায়ের (৩৯)।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.