ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।
এবার ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্নধর্মী এক গল্পের প্রসঙ্গ তুলে আনলেন জয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, ‘কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবেনা। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।
আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল।’ যদিও জয় এই স্ট্যাটাসে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি, তবে অনুরাগীদের বুঝতে বাকী নেই তিনি কি বুঝিয়েছেন। মন্তব্যেও অনেককে দেখা গেছে সেই প্রসঙ্গে কথা বলতে। কেউ মন্তব্য করেছেন ,‘আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন।’
অবশ্য সেই মন্তব্যের উত্তর দিয়ে জয় বলেন, ‘না আমি নেপালে সরকার পতন কে বুঝাইছি।’ কেউ বা লিখেছেন, ‘ঠিক। ওভার কনফিডেন্স সব সময় দেখানো দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।’ কারো মন্তব্য, ‘তাই হয়েছে ভাই।’
এই পোস্টের কয়েক ঘণ্টা আগেও জয় আরেকটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ‘ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.