খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দলটির জেলার প্রস্তাবিত কমিটির এক যুগ্ম আহ্বায়ক।
শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপি নেত্রী ঝুমার বিরুদ্ধে এসব অভিযোগ আনেন মো. রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি পার্বত্য জেলা পরিষদের অধীনে গুইমারা বাজারের ইজারার শেয়ারের বিক্রি করে ৯ লাখ ২৫ হাজার টাকা লাভ করেন রাসেল। রাসেলের দাবি, পুরো প্রক্রিয়াটির সঙ্গে জড়িত ছিলেন তার দলের নেত্রী মনজিলা সুলতানা ঝুমা। কিন্তু ঝুমা নিজে সব টাকা রেখে দিয়ে তাকে মাত্র ২৫ হাজার টাকা দিয়েছেন।
রাসেল বলেন, “বিষয়টি আমি মেনে নিতে পারি নাই।”
তার আরো অভিযোগ, “উনি (মনজিলা সুলতানা ঝুমা) জেলা পরিষদের সদস্য হয়ে বিভিন্ন প্রকল্প নিজের নামে নিয়েছেন। জেলা পরিষদ থেকে জনগণের জন্য বরাদ্দ টাকা উনি সম্পূর্ণ নিজের কাজে ব্যবহার করেন। সবগুলো প্রজেক্ট উনার নিজের নামে। উনি এনসিপির ভালো চায় না। যারা এনসিপি ব্যবহার করে নিজের আখের গোছাতে চায় তাদের যেন এনসিপির দায়িত্ব দেওয়া না হয়।”
তিনি আরো দাবি করেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
“আমিও আশাবাদী সংগঠন উনার (মনজিলা ঝুমা) বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”
এ বিষয়ে জানতে চাইলে মনজিলা ঝুমা বলেন, “সে (রাসেল) আমাদের দলের সাধারণ একজন সংগঠক হিসেবে মাঝে মাঝে আমাদের কর্মসূচিতে আসে। তার সঙ্গে বাজার ফান্ড সংক্রান্ত আমার কোনো আর্থিক লেনদেন হয়নি। অভিযোগটি মিথ্যা।
“২১ জুলাই আমাদের কর্মসূচি আছে। সেটি বানচাল করার জন্য সে অন্য রাজনৈতিক দলের সঙ্গে কাজ করছে। সে ফেইসবুকে যে পোস্ট করছে তা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন শেয়ার করছে। সুতরাং এটা উদ্দেশ্য প্রণোদিত। এটার আইনগত কোনো ভিত্তি নাই।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.