উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ শাখার প্রশাসনিক ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শাহ্ জাহান চৌধুরী।
তিনি কর্মী সভায় বক্তৃতাকালে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
মনোয়ারা বেগম মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও মাস্টার আবদুল করিম।
প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ।
কর্মী সভায় জালিয়াপালং ইউনিয়ন দক্ষিণ শাখার মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.