রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ জুলাই) বিকেলে ব্যাটালিয়নের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রোহিঙ্গা ক্যাম্পের সমস্যা, মাদক ও অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা সহ নানা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করেন ৮ এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক(পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এসময় গণমাধ্যমকর্মীরা রোহিঙ্গা ক্যাম্পের নানান সমস্যা তুলে ধরে প্রতিরোধ করার জন্য ৮ এপিবিএনকে অনুরোধ জানান। মতবিনিময় সভায় ৮ এপিবিএন'র সহ অধিনায়ক( পুলিশ সুপার) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার কায়সার রিজভী কোরায়েশী, উখিয়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, গণমাধ্যমকর্মী হুমায়ুন কবির জুশান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.