নোয়াখালীর হাতিয়া উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোট ও ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গত (৮ আগস্ট) ১৫ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতদের আক্রমণের শিকার হয় তারা। ডাকাতদল ট্রলারে থাকা মাছ, খাবার, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে জেলেরা।
১৪ আগস্ট ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা। বিষয়টি জানার পর রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জন জেলে ও ইঞ্জিন বিকল বোটটিকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে ভাসানচরে নিয়ে আসা হয়।
পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.