কক্সবাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসী ও চিহ্নিত ইয়াবা কারবারী জিসান কর্তৃক হত্যাচেষ্টার শিকার হয়েছেন স্থানীয় দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এন.এ সাগর। এ ঘটনায় ভুক্তভোগী সাগর কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তথ্যমতে , রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের উত্তর বাহারছড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে আসামি জিসান তার অবৈধ লাইসেন্সবিহীন ট্যুরিস্ট জিপ গাড়ি দিয়ে সাংবাদিক সাগরকে চাপা দেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে টেনে সরিয়ে নেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। তবে গাড়ির ধাক্কায় সাগর মাটিতে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং তার ব্যবহৃত প্রায় ৭০ হাজার টাকার স্মার্টফোন ভেঙে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় জিসান অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সাগরের অভিযোগ, জিসান কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবাকারবারী। সুযোগ পেলে তিনি যেকোনো ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারেন।
ভুক্তভোগী সাগর জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে এবং ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে। তিনি আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.