আওয়ামী লীগ আমলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে দুই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গ্রেফতারি পরোয়ানা জারি করে।
টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জেআইসিতে গুমের মামলাতেও শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
দুটি মামলায় ৩০ আসামির বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে। গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্য।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.