জালিয়াপালং ইউনিয়ন পরিষদের গেইটে নামফলক বসানোর বিষয়টি অনাকাঙ্ক্ষিত ভুল দাবি করে দু:খ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
সম্মানিত জালিয়া পালং ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম!
ইতিমধ্যে ফেইসবুকের কয়েকটি পোস্ট আমার দৃষ্টিতে পড়েছে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ এর গেইটে "আবুল কালাম চেয়ারম্যান ভারপ্রাপ্ত" একটি লেখা স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। প্রকৃতপক্ষে গেইটের একদম উপরে লেখা থাকবে "১নং জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার" সেটা এসএস এর হবে (ছবি সংযুক্ত) এবং যেটা ভুল হওয়ার কারণে আমরা লাগাতে পারিনি আমরা তা ইতোমধ্যে সঠিক করে তৈরি করতে দিয়েছি। এই লেখাটি নিচের বাউন্ডারির দেওয়ালে "সার্বিক সহযোগিতায় ও বাস্তবায়নে" লেখার কথা কিন্তু ভুলবশত উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রিয় জালিয়া পালং ইউনিয়নবাসী আমাদের অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এই ইউনিয়ন পরিষদ আপনাদের তাই আপনাদের যে কোন পরামর্শ সর্বদা গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.