মুকুল কান্তি দাশ, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে। চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত থানা পুলিশের টানা অভিযানে ডাকাত, চোর, মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১২৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
চকরিয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পারভেজ মাহমুদ জানান, জুন মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৪ জন চিহ্নিত ডাকাত, ৪ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ২৮ জন আসামি, সাজা পরোয়ানাভুক্ত ১২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামি গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গত ৪ জুন বিএমচর ইউনিয়নের ছলিম্যারঘোনা এলাকায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি পুরো মাসজুড়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে। পুলিশের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের নির্দেশনায় চকরিয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এ কাজে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করছে। তিনি আশা প্রকাশ করেন, অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশ আগের চেয়ে আরও কঠোর ভূমিকায় থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.