কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটম) গাড়ির ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের ইজিবাইকের চার্জের লাইন খুলতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলাউদ্দিন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনায় নিয়ে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.