কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী এলজি, কার্তুজ ও লোহার হাতুড়িসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, পূর্ব বড় ভেওলা ইউপির সিকদার পাড়ার মৃত জালাল আহমদের পুত্র জিসান (২০), সাহারবিল কোরালখালীর কালু ফকিরের পিতা আব্দুল্লাহ (২২) ও পূর্ব বড় ভেওলা ইউপির পূর্ব কালাগাজী সিকদার পাড়ার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ শাহজাহান (৪২)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা চকরিয়া থানা এলাকা ছাড়াও আন্তঃজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ডাকাত দলের সাথে ডাকাতি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.