কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাতদলের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত যুবক মাহমুদুল্লাহ রিয়াদ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে তার স্ত্রীও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, ‘ ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে।’ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু যথাযথ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
পুলিশ বলছে, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.