বর্ষা মৌসুমের টানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক প্রতিকূলের মধ্যেও কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় হাসপাতালে সম্পূর্ণ স্বাভাবিক (নরমাল) ডেলিভারি পদ্ধতিতে জন্ম নিয়েছে ১২টি শিশু।
চকরিয়া সরকারি হাসপাতালের ডেলিভারি টিম মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। এই নরমাল ডেলিভারি কার্যক্রমটি পরিচালিত হয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের দক্ষ গাইনী বিশেষজ্ঞ ডা: শামীমা সোলতানা ও অভিজ্ঞ নার্সদের নিবেদিত প্রচেষ্টায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন,
বিভিন্ন নানা প্রতিকূল ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতালের ডেলিভারি টিম তাদের পেশাদারিত্ব সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের আন্তরিকতার কোন ধরণের ঘাটতি নেই। বর্তমানে সব মা ও নবজাতক সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, হাসপাতালের ডেলিভারি টিম প্রসূতি মায়ের যে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা স্থানীয় জনগণের জন্য যেমন আশার আলো, তেমনি দেশের স্বাস্থ্যখাতেও এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে বলে তিনি জানান।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.