চট্টগ্রাম, প্রতিনিধিঃ
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন-এর চট্টগ্রাম বিভাগীয় শাখায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন এবং নির্বাহী সদস্য সচিব মোঃ আশরাফুল আলম এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।
এই ঘোষণায় চট্টগ্রাম বিভাগের কমিউনিটি প্যারামেডিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিপি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক সিপি মোহাম্মদ হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক সিপি নাছির আহমদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে জানান,
“আপনাদের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক মনোভাবের কারণেই আজ আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী কমিটি গঠন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কমিটি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তারা আরও বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় এই কমিটি নিষ্ঠা, একতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
পরিশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন ভবিষ্যতে আরও কার্যকর ও সুসংগঠিতভাবে দেশব্যাপী অগ্রসর হবে।
প্রতিবেদন প্রেরক:
চট্টগ্রাম বিভাগীয় কমিটি
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.