চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বালুখালী ১নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে যান পালংখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৮ জুলাই) বিকেলে তারা এই যুবদল নেতাকে দেখতে তার গ্রামের বাড়িতে যান। এ সময় পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
সাহায্য প্রদান ও খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মনু, সিনিয়র সহ-সভাপতি শাহ আলমগীর বাহাদুর, পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদুয়ান ফারাবি, এবং ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দলের নিবেদিতপ্রাণ এই নেতার সুস্থতা কামনায় আমরা একত্রিত হয়েছি এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.