৫ দিনের চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকা ত্যাগের আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশটিতে ৮ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার থেকে মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত সফর করবেন বলে জানান জামায়াত আমির।
তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।
জামায়াত আমির বলেন, এ সফর বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় নিতে আলোচনা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার আনতে আলোচনা হবে।
চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর এ সফর ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্কে আরও দৃঢ় করবে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ব্যবস্থা আরও জোরালো হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.