চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ সফর চলবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ৯ সদস্যের এই প্রতিনিধি দলে থাকছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।
মঙ্গলবার (৮ জুলাই) সফর উপলক্ষে সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।
এর আগে, গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেটিও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।
এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন প্রতিনিধি দল পূর্বেও চীন সফরে গিয়েছিল।
৫ আগস্ট ২০২৪ সালের সহিংস ঘটনার পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকদের নিয়ে গঠিত প্রতিনিধিদলগুলো একের পর এক চীন সফর করেছে।
সাম্প্রতিক সময়ে চীন সফররত বিএনপি প্রতিনিধিদলের সঙ্গেও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.