ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
আবদুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো আছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কিন্তু কিছু অসঙ্গতিও দেখলাম। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আর বিশৃঙ্খল পরিবেশও দেখেছি। ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেয়া যাবে না। কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছু সম্ভাবনা আছে।
বাগছাস সমর্থিত এক প্রার্থী প্রচারণা চালাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, এমনটা হয়ে থাকলে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু আমরা প্যানেলের প্রত্যেককে এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। আমার মনে হয় না আর কেউ এমনটা করবে।
তিনি আরও বলেন, শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রচারণা চালাচ্ছে। এখন যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে লোকবল রাখার কথা ছিল, সেটা চোখে পড়েনি। এটা আমাদের জন্য উদ্বেগজনক।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.