জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় স্মরণ ও উদযাপন করার লক্ষ্যে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় দুই শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ।
শুক্রবার (১৮ জুলাই) ভোরে শহরের সার্কিট হাউজ সড়ক থেকে ম্যারাথনটি শুরু হয়ে ঘুমগাছতলা ও হলিডে মোড় ঘুরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
আয়োজনে সহযোগিতা করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। ম্যারাথনে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন শ্রেণিপেশার দৌড়বিদরা।
ম্যারাথন শেষে লাবণী উন্মুক্ত মঞ্চে এক সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জাতির মুক্তির যে স্বপ্ন, সেটিকে বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে জুলাই বিপ্লব জাতির মুক্তির প্রতীক ও উন্নয়নের মাহেন্দ্রক্ষণ হয়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.