
কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃত্রিম প্রজনন পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে টইটং ইউপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পয়েন্টটির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিন।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আকবর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড এমইউপি মুহাম্মদ আব্দুল হক, রোজিনা আক্তার ও কৃত্রিম প্রজনন পয়েন্টের এ.আই. টেকনেশিয়ান মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবদুল মামুন ফারুকী।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম, মনজুর আলম, কাছার মুহাম্মদ ইলিয়াছ (রোকন), মহিলা ইউপি সদস্য দিলোয়ারা বেগম, আয়েশা বেগম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল মালেক, ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আসাদুজ্জামান বলেন,
“আমিষ ও পুষ্টির ব্যাপক চাহিদা মেটাতে এবং পশুচিকিৎসা সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই কৃত্রিম প্রজনন কার্যালয় উদ্বোধন করা হলো।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.