কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী এবং ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “গ্রেপ্তার তিন নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তবে এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠরা এখনও অপ্রতিরোধ্য অবস্থায় রয়েছেন। অথচ যেসব নেতা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন বা নির্বাচনে বিরোধিতা করেছেন—মূলত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।
এ নিয়ে টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.