কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ক্যাম্পেইনে মোট ৫২৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানান জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.