কক্সবাজারের টেকনাফ উপকূলে সমুদ্রে ডুবন্ত একটি ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২৪ আগস্ট রবিবার এমভি আবুল হাশেম নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে যায়। পরদিন ২৫ আগস্ট দুপুরে মাছ ধরে ফেরার পথে শাহপরীর গোলারচর সংলগ্ন এলাকায় প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে বোটটি ডুবতে থাকে।
তিনি আরও জানান, স্থানীয় এক জেলে মোবাইল ফোনে বিষয়টি কোস্ট গার্ডকে জানালে দ্রুত স্টেশন সেন্ট মার্টিন থেকে উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান শেষে ৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর বোট মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড নিশ্চিত করেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.