উখিয়া উপজেলার হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ১১ জুলাই তারিখ বিকেল ৩টা ১৫ মিনিটে ৬৪ বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বন্যার কারণে ভোগান্তিতে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোঃ ইশতিয়াক আহমেদ এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
৬৪ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ মানবিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.