টেকনাফে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এসময় মাদক পাচারে জড়িত দুই আসামীকে আটক এবং একটি সিএনজি জব্দ করা হয়।
শনিবার (৩০ আগস্ট) বিকেল আড়াইটার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে টেকনাফগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বিজিবির K-9 ইউনিটের দক্ষ কুকুর ‘মেঘলা’ সিএনজির ভেতরে থাকা একটি বস্তায় সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় বস্তার মালিককে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি সিএনজির চালক পালানোর চেষ্টা করলে তাকেও বিজিবি সদস্যরা আটক করে।
আটককৃতরা হলেন জামতলী ১৫ নং ক্যাম্পের মৃত হারুনের পুত্র মোহাম্মদ রফিক (২৯) এবং বান্দরবান আলীকদম মান্নান মেম্বরপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আবুল কাশেম (২৬)।
বিজিবি জানায় , আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.