কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা খরেরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। খবরের ভিত্তিতে অধিনায়ক, ২ বিজিবি’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল এলাকায় মোতায়েন হয়।
অভিযান চলাকালে আলীখাল পোস্টের পূর্ব দিকে নদীর পাড়ে সন্দেহজনকভাবে ঘুরোফেরা করা এক জেলের গতিবিধি নজরে আসে। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তিনি হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ কাদায় ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়। পরে চিরুনি অভিযান চালালেও তাকে ধরা সম্ভব হয়নি।
তবে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯,২০০ (ঊনচল্লিশ হাজার দুইশত) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া পাচারকারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন—
আনোয়ার হোসেন (প্রকাশ লেডা মিয়া, ৩৫), পিতা-হাজী লুলু মিয়া, গ্রাম-উলুচামারী লামার পাড়া, পোস্ট-রঙ্গী খালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়েছেন বিজিবি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.