কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের দরগারছড়ার মৃত শেখ আহম্মদের পুত্র মোঃ ইসমাইল (৩২) কে আটক করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তি ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়া এলাকার তাহের নামের এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে লুকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।
এসময় মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা এই বিপুল পরিমাণ ইয়াবা সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য পাচার করা হচ্ছিল। এ কাজে মানব পাচারকারী চক্র রোহিঙ্গাদের ব্যবহার করেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়ে।
অভিযানে পলাতক রয়েছে, টেকনাফ নোয়াখালী পাড়ার ইসলাম মিয়ার পুত্র মোঃ ইয়াসিন ও টেকনাফ দরগাহরছড়া এলাকার শেখ আহম্মদের পুত্র মোঃ তাহের।
আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন বিজিবি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.