কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে রেইডিং টিম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। অভিযানে উপপরিদর্শক মো. কামরুজ্জামানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযান দল সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের গনি রোডস্থ ছোট হাজির মার্কেটে অবস্থিত আহমদিয়া রাইস এজেন্সি নামের দোকান থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউপির বড় হাবিব পাড়া এলাকার মো. পারভেজ (২১) এবং টেকনাফ সদর ইউপি বড় হাবিব পাড়া এলাকার মোহাম্মদ আয়াছ।
দেহতল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করে রেইডিং টিম।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.