টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এ জুয়া খেলাকে কেন্দ্র করে দুই রোহিঙ্গার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন রোহিঙ্গা আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০২ জুলাই ২০২৫) আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ক্যাম্প-২৬ এর এইচ/৪ ব্লকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ক্যাম্পের এইচ/৪ ব্লকের বাসিন্দা কেফাতুল্লাহ (২১) ও রশিদ আহমেদ (৪৩) নামের দুই রোহিঙ্গার মধ্যে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্ক শুরু হয়। একপর্যায়ে রশিদ আহমেদ উত্তেজিত হয়ে কোদাল দিয়ে কেফাতুল্লাহর মাথায় আঘাত করে এবং পালিয়ে যায়।
পরে আশপাশের রোহিঙ্গারা আহত কেফাতুল্লাহকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন টিডিএইচ হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আহত কেফাতুল্লাহ কোরিমুল্লার ছেলে, এফসিএন নম্বর ২৬২৬৮০, ব্লক এইচ/৪ এর বাসিন্দা। হামলাকারী রশিদ আহমেদ নূরে সালামের ছেলে, এফসিএন নম্বর ২৬৫৬৮৩, একই ব্লকের বাসিন্দা।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.