কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লক্ষ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে।
এসময় মাদক কারবারিদের একজন সহযোগী, আব্দুল গফুর (৩৫), ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. ফরিদ আলম, সাবরাং খুরের মুখ জিরো পয়েন্টের ফিরোজ আহমেদের পুত্র নুরুল আফছার, খুরের মুখ জিরো পয়েন্টের আব্দুস সালামের পুত্র শওকত আলম এবং খুরের মুখ জিরো পয়েন্টের নুর হোসেনের পুত্র মো. আকিল।
বৃহস্পতিবার( ৩১ জুলাই) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও প্রায় ১ লক্ষ টাকা মূল্যের একটি মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে একদল মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.