টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে জাহাজপুরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাজপুরা এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে কতিপয় ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে ইয়াবার বড় একটি চালান অন্যত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে ইয়াবা ও নৌকাটি জব্দ করা হয়।
এ ঘটনায় নৌকার অজ্ঞাত মাঝিসহ ৪-৫ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ)/৩৮/৪১ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.