কক্সবাজারের টেকনাফে যাত্রিবাহী সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা থেকে টেকনাফগামী একটি যাত্রিবাহী সিএনজি তল্লাশির জন্য থামানো হলে বিজিবির নারকোটিক্স ডগ ‘মেঘলা’ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। এ সময় ডগটি সিএনজিতে থাকা এক যাত্রীর শরীরের দিকে বারবার ঘ্রাণ নেয় এবং মাদকের উপস্থিতি সংকেত দেয়। এরপর সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভাঁজে লুকানো ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তির নাম মজিউল্লাহ (২৮)। তিনি কক্সবাজারের উখিয়ার ২৫নং আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা। তার বাবার নাম সোনা আলী এবং মায়ের নাম নুর নাহার।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মজিউল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.